সড়ক পথে ঢাকা থেকে মহাখালী বাসষ্ট্যান্ড থেকে কাপাসিয়াগামী বাস (ভাওয়াল পরিবহন),পাওয়া যায়, যেগুলো গাজীপুর (চান্দনা) চৌরাস্তা ও রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে কাপাসিয়া উপজেলায় যাতায়াত করে। তাছাড়া মনোহরদীগামী সম্রাট পরিবহন ও কিশোরগঞ্জগামী জলসিড়ি, অনন্যান ক্ল্যাসিক, অনন্যা সুপার পরিবহণযোগেও কাপাসিয়ায় যাতায়াত করা যায়।
নৌপথে ঢাকা হতে শীতলক্ষ্যা নদী পথে কাপাসিয়া উপজেলায় যাতায়াত করা যায়। রেলপথে কমলাপুর রেলস্টেশন হতে রাজেন্দ্রপুর স্টেশনে নেমে সড়ক পথে কাপাসিয়া উপজেলায় যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস